আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ৩৮৬৬
আন্তর্জাতিক নং: ৪১৭৬
২১৯৯. হুদায়বিয়ার যুদ্ধ।
৩৮৬৬। মুহাম্মাদ বিন হাতিম ইবনে বাযী (রাহঃ) .... আবু জামরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, গাছের নীচে অনুষ্ঠিত বায়আতে রিদওয়ানে অংশগ্রহণকারী নবী কারীম (ﷺ)- এর সাহাবী আয়েয ইবনে আমর (রাযিঃ)- কে আমি জিজ্ঞাসা করলাম, বিতর নামায কি দ্বিতীয়বার আদায় করা যাবে? তিনি বললেন, রাতের প্রথম ভাগে একবার বিতর আদায় করে থাকলে দ্বিতীয়বার রাতের শেষে আর আদায় করবে না।
باب غَزْوَةِ الْحُدَيْبِيَةِ
4176 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ: سَأَلْتُ عَائِذَ بْنَ عَمْرٍو رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ، هَلْ يُنْقَضُ الوِتْرُ؟ قَالَ: «إِذَا أَوْتَرْتَ مِنْ أَوَّلِهِ، فَلاَ تُوتِرْ مِنْ آخِرِهِ»


বর্ণনাকারী: