আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ৩৮৬৫
আন্তর্জাতিক নং: ৪১৭৫
২১৯৯. হুদায়বিয়ার যুদ্ধ।
৩৮৬৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... গাছের নীচে অনুষ্ঠিত বায়আতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবী সুওয়াইদ ইবনে নুমান (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের জন্য ছাতু আনা হতো। তাঁরা পানিতে গুলিয়ে তা খেয়ে নিতেন।
মুআয (রাহঃ) শুবা (রাহঃ) থেকে ইবনে আবু আদী (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
মুআয (রাহঃ) শুবা (রাহঃ) থেকে ইবনে আবু আদী (রাহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
باب غَزْوَةِ الْحُدَيْبِيَةِ
4175 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ: «كَانَ [ص:126] رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ أُتُوا بِسَوِيقٍ فَلاَكُوهُ» تَابَعَهُ مُعَاذٌ، عَنْ شُعْبَةَ


বর্ণনাকারী: