মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭০২
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭০২। হযরত মেক্দাম ইবনে মা'দীকারাব (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার কাঁধের উপর করাঘাত দিয়া বলিলেন, হে কোদায়ম! (মেকদামের সংক্ষেপ) যদি তুমি শাসক অথবা লিখক (পেশকার) অথবা মোড়ল সরদার ইত্যাদি পদে না থাকিয়া মৃত্যুবরণ কর, তাহা হইলে তুমি সফলকাম হইলে। –আবু দাউদ
وَعَن المقدامِ بن معْدي كِربَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَرَبَ عَلَى مَنْكِبَيْهِ ثُمَّ قَالَ: «أَفْلَحْتَ يَا قُدَيْمُ إِنْ مُتَّ وَلَمْ تَكُنْ أَمِيرًا وَلَا كَاتبا وَلَا عريفا» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
كاتب এইখানে 'লিখক' অর্থ হইল—সরকারী কোন চাকরীতে বহাল অবস্থায় আমীর বা উপরস্থ প্রশাসকের পক্ষ হইতে লিখার দায়িত্বে থাকিয়া মিথ্যা এবং অন্যায়ের আশ্রয় গ্রহণ করা। হাদীসের ভাবার্থের দিকে গভীরভাবে দৃষ্টি করিলে দেখা যায়, 'পদমর্যাদায় অধিষ্ঠিত থাকিয়া সুখ্যাতি ও সুনাম অর্জন করার চাইতে নীরব ও সাদাসিধা জীবন যাপন করাই অধিক উত্তম।'
