মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭০১
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭০১। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি গ্রামে-গঞ্জে বসবাস করে, সে গোঁয়ার হয় (অর্থাৎ, সামাজিক অনেক কিছু শিক্ষা হইতে বঞ্চিত থাকে)। যে লোক শিকারের পিছনে দৌড়ায় সে গাফেল হয়। আর যেই ব্যক্তি রাজা-বাদশাহদের নিকট যায় সে ফেতনায় পতিত হয়। – আহমদ, তিরমিযী ও নাসায়ী। আবু দাউদের রেওয়ায়তে আছে, যে রাজা-বাদশাহর সংস্রবে থাকে সে ফেনায় পতিত হয়। আর বান্দা যতই বাদশাহর নৈকট্যের দিকে অগ্রসর হয়, ততই আল্লাহ্ তা'আলা হইতে তার দূরত্ব বাড়িয়া যায়।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ وَمَنْ أَتَى السُّلْطَانَ افْتُتِنَ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: «مَنْ لَزِمَ السُّلْطَانَ افْتُتِنَ وَمَا ازْدَادَ عَبْدٌ مِنَ السُّلْطَانِ دُنُوًّا إِلَّا ازْدَادَ من اللَّهِ بُعداً»
হাদীসের ব্যাখ্যা:
বাদশাহর নিকটে গেলে ফেতনায় পতিত হওয়ার মানে হইল, যদি তাহার 'হাঁ'-এর সাথে 'হাঁ' মিলায় তবে তাহার দ্বীন ও ঈমান খোয়ায়। আর যদি তাহার 'হাঁ'-এর সাথে 'হাঁ' না মিলায়, তাহা হইলে বিপদের সম্মুখীন হইতে হয়। মোটকথা, সে উভয় সংকটে পতিত হয়।
