মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭০০
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭০০। হযরত কা'ব ইবনে উজরা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে লক্ষ্য করিয়া বলিলেনঃ আমি তোমাকে অর্বাচীন নির্বোধ শাসকদের নেতৃত্ব হইতে আল্লাহর হেফাযতে দিলাম। তিনি বলিলেন, উহা কিরূপ হইবে ইয়া রাসূলাল্লাহ্। উত্তরে তিনি বলিলেন, অচিরেই আমার পরে তাহাদের আবির্ভাব ঘটিবে। যেই ব্যক্তি তাহাদের কাছে যাইবে, তাহাদের মিথ্যাকে সত্য বলিয়া বিশ্বাস করিবে এবং তাহাদের অন্যায় কাজ কর্মে সাহায্য ও সহযোগিতা করিবে। আমার সাথে তাহাদের কোন সম্পর্ক নাই এবং তাহাদের সাথে আমারও কোন সম্পর্ক নাই। অবশেষে তাহারা হাউযে কাওসারে আমার কাছে আসিতেও পারিবে না। বস্তুতঃ যাহারা তাহাদের কাছে ঘেঁষিবে না, তাহাদের মিথ্যাকে সত্য বলিয়া বিশ্বাস করিবে না এবং তাহাদের অন্যায় কাজে সহযোগিতাও করিবে না, সেই সমস্ত লোকেরা হইবে আমার দলভুক্ত এবং আমিও হইব তাহাদের দলভুক্ত। ইহারাই হাউযে কাওসারে আমার সাথে মিলিত হইবে। – তিরমিযী ও নাসায়ী
وَعَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُعِيذُكَ بِاللَّهِ مِنْ إِمَارَةِ السُّفَهَاءِ» . قَالَ: وَمَا ذَاكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أُمَرَاءُ سَيَكُونُونَ مِنْ بَعْدِي مَنْ دَخَلَ عَلَيْهِمْ فَصَدَّقَهُمْ بِكَذِبِهِمْ وَأَعَانَهُمْ عَلَى ظُلْمِهِمْ فَلَيْسُوا مِنِّي وَلَسْتُ مِنْهُمْ وَلَنْ يَرِدُوا عليَّ الحوضَ وَمَنْ لَمْ يَدْخُلْ عَلَيْهِمْ وَلَمْ يُصَدِّقْهُمْ بِكَذِبِهِمْ وَلَمْ يُعِنْهُمْ عَلَى ظُلْمِهِمْ فَأُولَئِكَ مِنِّي وَأَنَا مِنْهُمْ وَأُولَئِكَ يَرِدُونَ عَلَيَّ الْحَوْضَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

বর্তমান চলমান বিশ্বে এই হাদীসের ভাষ্য সুস্পষ্ট। সরকারের যে কোন আইন বা পলিসিকে সাগ্রহে গ্রহণ করা এবং উহাকে ফলাও করিয়া প্রকাশ করাকে নিজের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হিসাবে ব্যবহার করা হইতেছে। শরীআতের বিধান তথা দ্বীন ও ঈমানের সাথে কোন সম্পর্ক থাকুক বা নাই থাকুক—যদিও উহা কোরআন-সুন্নাহ্ বিরোধী এবং ডাহা মিথ্যা, তবুও উহাকে আবেগপ্রসূত কিংবা ভাব প্রবণতায় সত্য হিসাবে প্রচার করা হইতেছে। আর এই সমস্ত যালেম শাসকের নৈকট্য লাভ করাকে শুধু গৌরব ও প্রতিযোগিতার বস্তু হিসাবে মনে করা হইতেছে। আল্লাহ্ ঈমানদারদিগকে ইহা হইতে হেফাযতে রাখুন। আর হাউযে কাওসারে হুযুরের সাথে সাক্ষাৎ না হওয়ার মানে হইল, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান