মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭০৩
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৭০৩। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ টেক্স আদায়কারী অর্থাৎ, অন্যায়ভাবে ওশর ও যাকাত আদায়কারী বেহেশতে প্রবেশ করিবে না। – আহমদ, আবু দাউদ ও দারেমী
وَعَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَدْخُلُ الْجَنَّةَ صَاحِبُ مَكْسٍ» : يَعْنِي الَّذِي يَعْشُرُ النَّاسَ. رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد والدارمي
হাদীসের ব্যাখ্যা:
ওশর আদায়কারী অর্থ, সরকারী টেক্স, খাজনা ইত্যাদি আদায়কারী তহসীলদার। তাহারা অধিকাংশ সময় যুলম ও নির্যাতনের মাধ্যমে জনসাধারণ হইতে খাজনা উসুল করে। তাহারা সরকারী লোক এই ভয়ে মানুষ তাহাদের কাছে নতশির থাকে। বস্তুতঃ তাহারা হয় শোষক ও নির্দয়।
