মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৯৪
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৬৯৪। হযরত হারেস আশআরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি তোমাদিগকে পাঁচটি কাজের নির্দেশ করিতেছি। (১) মুসলমানদের জামাআত ও সংগঠনের সাথে নিজেকে জড়িত রাখ। (২) শাসকের আদেশ-নিষেধ মানিয়া চল । (৩) তাহার আনুগত্য কর (যাবৎ তাহার আদেশ শরীআতের বিধান মোতাবেক হয়)। (৪) হিজরত কর। (৫) আল্লাহর পথে জেহাদ কর। বস্তুতঃ যেই ব্যক্তি মুসলমানের দল হইতে এক বিঘত পরিমাণ বাহির হইয়া গেল, সে অবশ্যই নিজের গর্দান হইতে ইসলামের রশিটি খুলিয়া ফেলিল, যেই পর্যন্ত না সে ফিরিয়া আসে এবং পুনরায় উক্ত জামাআতের সাথে জড়িত হয়। আর যেই ব্যক্তি মানুষদিগকে জাহিলী যুগের (অমুসলিম) সংস্কৃতির দিকে আহ্বান করে, সে জাহান্নামীদের দলভুক্ত, যদিও সে রোযা রাখে, নামায পড়ে এবং নিজেকে মুসলমান বলিয়া ধারণাও করে। —আহমদ ও তিরমিযী
الْفَصْل الثَّانِي
عَن الحارِثِ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: آمُرُكُمْ بِخَمْسٍ: بِالْجَمَاعَةِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَالْهِجْرَةِ وَالْجِهَادِ فِي سَبِيلِ اللَّهِ وَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيدَ شِبْرٍ فَقَدْ خَلَعَ رِبْقَةَ الْإِسْلَامِ مِنْ عُنُقِهِ إِلَّا أَنْ يُرَاجِعَ وَمَنْ دَعَا بِدَعْوَى الْجَاهِلِيَّةِ فَهُوَ مِنْ جُثَى جَهَنَّمَ وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ . رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৯৪ | মুসলিম বাংলা