মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯৩
প্রথম অনুচ্ছেদ
৩৬৯৩। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাইলেন যে, পারস্যবাসীরা (পরলোকগত) কিার কন্যাকে তাহাদের শাসক (সম্রাজ্ঞী) নির্বাচিত করিয়াছে, তখন তিনি বলিলেনঃ সেই জাতি কখনও সফলতা অর্জন করিতে পারে না, যাহারা দেশ (রাষ্ট্র) পরিচালনার দায়িত্ব কোন মহিলার হাতে সোপর্দ করে। —বুখারী
وَعَنْ أَبِي بَكْرَةَ قَالَ: لَمَّا بَلَغَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَهْلَ فَارِسَ قَدْ مَلَّكُوا عَلَيْهِمْ بِنْتَ كِسْرَى قَالَ: «لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً» . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
তৎকালীন পারস্য, বর্তমান ইরানের বাদশার উপাধি ছিল ‘কিসরা’। যেমন, রোম সম্রাটের উপাধি ছিল 'কায়সার'। কিসরার আসল নাম ছিল পারভেয ইবনে হরমুয ইবনে নওশেরওয়াঁ। পারভেয তাহার পুত্র 'শীরওয়াই'-এর হাতে নিহত হয়। পারভেয যখন বুঝিতে পারিয়াছিল যে, তাহার পুত্রের হাতে সে নিশ্চিত নিহত হইবে, তখন সে একদিন নিজের বিশেষ চিকিৎসালয়ের এক পাত্রে বিষ রাখিয়া উপরে স্লিপ লেখিয়া রাখিল যে, ইহা 'সহবাসে উত্তেজনা সৃষ্টিকারী মহৌষধ।' সত্য সত্যই পারভেয নিহত হইল এবং পুত্র ‘শীরওয়াই' সিংহাসনে আরোহণ করিল। একদিন সে উক্ত চিকিৎসালয়ে প্রবেশ করিয়া ঐ বিষ খাইয়া ফেলিল এবং মৃত্যুবরণ করিল। অতঃপর পারভেযের অন্য কোন পুত্র না থাকায় তাহার কন্যা বুরানকে (ইতিহাসে তাহার নাম পুরান) রাষ্ট্রপ্রধান বানান হইল। এই সংবাদ পাওয়ার পর হুযূর (ﷺ) উক্ত কথাটি বলিয়াছিলেন। অনন্তর রাজ্যের মধ্যে নানা প্রকারের কলহ ও বিশৃঙ্খলা দেখা দিল। এক পর্যায়ে গোটা পারস্য খণ্ড খণ্ড হইয়া গেল। অবশেষে হযরত ওমর (রাঃ)-এর খেলাফতকালে হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রাঃ)-এর হাতে সমগ্র পারস্য মুসলমানদের দখলে আসে।
