মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯২
প্রথম অনুচ্ছেদ
৩৬৯২। হযরত আনাস (রাঃ) বলেন, কায়স ইবনে সা'দ (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এমন মর্যাদায় ছিলেন, যেমন শাসকের কাছে কোতওয়ালের মর্যাদা। —বুখারী
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ قَيْسُ بْنُ سَعْدٍ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَنْزِلَةِ صاحبِ الشُّرَطِ منَ الأميرِ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
الشرط -এর আভিধানিক অর্থ হইল সেন্ট্রী বা দেহরক্ষী। আমরা সাধারণতঃ তাহাকে 'মুখপাত্র'ও বলিয়া থাকি, যিনি আমীর বা খলীফার আদেশ ও নিষেধ মানুষের কাছে প্রকাশ ও প্রয়োগ করেন। আর তাঁহাদের বিশেষ ধরনের চিহ্ন বা প্রতীক থাকে। যেমন, আমাদের পুলিশ বাহিনীর লোকদের বিশেষ চিহ্ন আছে। তাঁহারা হন আমীর বা খলীফার একান্ত বিশ্বস্ত লোক। মোটকথা, কায়স ইবনে সা'দ ছিলেন হুযূর (ﷺ)-এর একান্ত বিশ্বস্ত নির্দেশ প্রয়োগকারী।
