মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯১
প্রথম অনুচ্ছেদ
৩৬৯১। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আল্লাহ্ যাঁহাকেই নবী করিয়া পাঠান অথবা যাহাকে খলীফা নিযুক্ত করেন, তাঁহার জন্য দুইজন গোপন পরামর্শদাতা থাকে। একজন পরামর্শদাতা তাহাকে সর্বদা ন্যায় ও সৎ কাজ করিবার জন্য নির্দেশ দেয় এবং সেই কাজের প্রতি উৎসাহিত করে। আর অপরজন তাহাকে অন্যায় ও অসৎ কাজের জন্য পরামর্শ দেয়, উহার প্রতি উৎসাহিত করে। অতএব, নিষ্পাপ থাকিবেন সেই ব্যক্তি যাহাকে আল্লাহ্ রক্ষা ও হেফাযত করেন।
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ وَلَا اسْتَخْلَفَ مِنْ خَلِيفَةٍ إِلَّا كَانَتْ لَهُ بِطَانَتَانِ: بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْمَعْرُوفِ وَتَحُضُّهُ عَلَيْهِ وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُّهُ عَلَيْهِ وَالْمَعْصُومُ مَنْ عصمَه اللَّهُ . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
পরামর্শদাতা দুইজনের একজন হইল ফেরেশতা এবং অপরজন হইল শয়তান। যে সমস্ত নবী বা খলীফাকে আল্লাহ্ তা'আলা শয়তানের প্রভাব হইতে রক্ষা করিয়াছেন, তাহারা থাকিবে নিষ্পাপ। ইহা হইতে বুঝা যায়, শয়তান সমস্ত মানুষের উপর তাহার প্রভাব বিস্তার করিতে পারিবে না। যেমন, আল্লাহ্ বলেন— إِنَّ عِبَادِي لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطَانٌ আমার বিশেষ বান্দাদের উপর তোর কোন প্রভাব চলিবে না।
