মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৫১
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫১। হযরত দায়লামে হিমইয়ারী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা শীতপ্রধান দেশে বাস করি এবং সেখানে আমরা কঠোর পরিশ্রমের কাজ করি। আমরা গম দ্বারা (এক প্রকার) মদ তৈয়ার করি। উহা পানে আমাদের দেহে শক্তির সঞ্চার হয় এবং (কঠিন কাজে) আমাদের শরীরে শক্তি যোগায়। (আর দেহ ও মনকে সতেজ ও চাঙ্গা করিয়া তোলে।) এবং আমাদের অঞ্চলের শীত হইতে আত্মরক্ষা করি। হুযূর (ﷺ) জিজ্ঞাসা করিলেন, উহাতে কি নেশা হয়? আমি বলিলাম, জি হ্যাঁ, তাহাতে নেশা হয়। তিনি বলিলেনঃ উহা হইতে বাঁচিয়া থাক (পান করিও না)। আমি বলিলাম, আমাদের দেশের লোকেরা উহা বর্জন করিবে না। এইবার তিনি বলিলেন, যদি তাহারা উহা পরিহার না করে, তবে তাহাদের সাথে যুদ্ধ কর। —আবু দাউদ
وَعَنْ دَيْلَمٍ الْحِمْيَرِيِّ قَالَ: قُلْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ بَارِدَةٍ وَنُعَالِجُ فِيهَا عَمَلًا شَدِيدًا وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا مِنْ هَذَا الْقَمْحِ نَتَقَوَّى بِهِ عَلَى أَعْمَالِنَا وَعَلَى بَرْدِ بِلَادِنَا قَالَ: «هَلْ يُسْكِرُ؟» قُلْتُ: نَعَمْ قَالَ: «فَاجْتَنِبُوهُ» قُلْتُ: إِنَّ النَّاسَ غَيْرُ تَارِكِيهِ قَالَ: «إِنْ لَمْ يَتْرُكُوهُ فقاتلوهم» . رَوَاهُ أَبُو دَاوُد
