মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৫০
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫০। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) প্রত্যেক নেশা সৃষ্টিকারী ও জ্ঞান-বুদ্ধি বিলোপকারী জিনিস ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। –আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ مُسْكِرٍ ومقتر. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ঐ সমস্ত জিনিসকে বলা হয়, যাহা দেহকে অবসাদগ্রস্ত করিয়া ফেলে, জ্ঞান বুদ্ধির বিলোপ সাধন করে যেমন, মদ, ভাঙ, তাড়ি, গাঁজা, সিদ্ধি ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৫০ | মুসলিম বাংলা