মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৪৯
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৯। হযরত আনাস (রাঃ) আবু তালহা (রাঃ) হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, ইয়া রাসূলাল্লাহ্! আমি সে সমস্ত এতীমদের জন্য কিছু মদ ক্রয় করিয়াছি যাহারা আমার তত্ত্বাবধানে প্রতিপালিত হইতেছে। হুযূর (ﷺ) বলিলেনঃ মদ ফেলিয়া দাও এবং উহার পাত্রগুলিও ভাঙ্গিয়া ফেল। – তিরমিযী। অবশ্য তিরমিযী এই হাদীসটিকে যয়ীফ বলিয়াছেন। আর আবু দাউদের রেওয়ায়তে আছে, আবু তালহা (রাঃ) নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন, তাহার তত্ত্বাবধানে যে সমস্ত এতীম আছে, মীরাস সূত্রে তাহারা কিছু মদের মালিক হইয়াছে। (এখন উহা কি করি ?) তিনি বলিলেন, উহা ফেলিয়া দাও। আবু তালহা বলিলেন, আচ্ছা, আমি কি উহাকে সিরকা বানাইতে পারিব না? তিনি বলিলেনঃ না।
وَعَنْ أَنَسٍ عَنْ أَبِي طَلْحَةَ: أَنَّهُ قَالَ: يَا نَبِيَّ اللَّهِ إِنِّي اشْتَرَيْتُ خَمْرًا لِأَيْتَامٍ فِي حِجْرِي قَالَ: «أَهْرِقِ الْخَمْرَ وَاكْسِرِ الدِّنَانَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ. وَفِي رِوَايَةِ أَبِي دَاوُدَ: أَنه سَأَلَهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَيْتَامٍ وَرِثُوا خَمْرًا قَالَ: «أَهْرِقْهَا» . قَالَ: أَفَلَا أَجْعَلُهَا خلاًّ؟ قَالَ: «لَا»

হাদীসের ব্যাখ্যা:

'আমি ইয়াতীমদের জন্য কিছু মদ খরিদ করিয়াছি।' ইহার অর্থ দুই ধরনের হইতে পারে। (ক) মদ হারাম হওয়ার পূর্বে খরিদ করিয়াছেন, এখন হারাম হওয়ার পরে উহা কি করিবেন সেই বিধান জানিতে চাহিয়াছেন। (খ) অথবা সিরকা বানাইবার উদ্দেশ্যেই মদ খরিদ করিয়াছেন। আর মদের পাত্রগুলি ভাঙ্গিয়া ফেলিবার জন্য নির্দেশ করার কারণ এই ছিল যে, উহা এমন ধরনের পাত্র ছিল, যাহাকে পবিত্র করার কোন উপায় ছিল না। অথবা উহা ইসলামের প্রথম যুগের ঘটনা ছিল, পরে পাত্র ভাঙ্গার হুকুম রহিত হইয়া গিয়াছে। এমনিভাবে মদকে সিরকায় পরিণত করার বিধানও প্রথমে ছিল না, পরে ইহার অনুমতি প্রদান করা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান