মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৫২
৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) মদ, জুয়া, কূবা ও গোবায়রা প্রভৃতিকে নিষেধ করিয়াছেন এবং তিনি আরও বলিয়াছেনঃ নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই হারাম। – আবু দাউদ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ وَالْغُبَيْرَاءِ وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
'কূবা' বলা হয় দাবা খেলা অথবা তবলা ও সারেঙ্গী ইত্যাদি বাজান, আর গোবায়রা এক প্রকারের মদ। হাবশার লোকেরা গম হইতে উহা প্রস্তুত করিত।
