মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৪২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪২। ওয়ায়েল হাযরামী (রঃ) হইতে বর্ণিত যে, হযরত তারেক ইবনে সুওয়ায়দ (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ ব্যবহার করা সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি তাহাকে উহা ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন। পরে তিনি বলিলেন, আচ্ছা, আমি উহা ঔষধ হিসাবে ব্যবহার করি? হুযুর (ছাঃ) বলিলেন: উহা ঔষধ নহে; বরং উহা নিজেই রোগ। —মুসলিম
كتاب الحدود
وَعَنْ وَائِلٍ الْحَضْرَمِيِّ أَنَّ طَارِقَ بْنَ سُوَيْدٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْخَمْرِ فَنَهَاهُ. فَقَالَ: إِنَّمَا أَصْنَعُهَا لِلدَّوَاءِ فَقَالَ: «إِنَّهُ لَيْسَ بِدَوَاءٍ وَلَكِنَّهُ دَاءٌ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে, আল্লাহ্ তা'আলা কোন হারাম বস্তুর মধ্যে রোগ নিরাময়ের কোন উপকরণ রাখেন নাই। মূলতঃ মদ্যপানে সাময়িকভাবে দেহের বা স্বাস্থ্যের বাহ্যিক উপকার বা উন্নতি দেখা গেলেও উহার পরিণতি মারাত্মক; উহা বিভিন্ন প্রকারের দুরারোগ্য ব্যাধির জন্ম দেয়। আমরা কোরআন ও হাদীস হইতে মাদক দ্রব্য গ্রহণের ক্ষতি সম্পর্কে যাহাকিছু অবহিত হইয়াছি এবং আজ হইতে দেড় হাজার বৎসর পূর্বে আল্লাহর নবী (ﷺ) যে বলিয়াছেন, উহা ঔষধ নহে; বরং উহা রোগ; আজ বিংশ শতাব্দীর দার্শনিক, বৈজ্ঞানিক এবং চিকিৎসকদের গবেষণা ও আবিষ্কার উহার পুরাপুরি সমর্থন করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৪২ | মুসলিম বাংলা