মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৪৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি (একবার) মদ্যপান করে, আল্লাহ্ তা'আলা চল্লিশ দিন পর্যন্ত তাহার নামায কবুল করেন না। অবশ্য যদি সে তওবা করে তবে আল্লাহ্ তাহার তওবা কবুল করেন। যদি সে (দ্বিতীয়বার) পুনরায় মদ্যপান করে, আল্লাহ্ চল্লিশ দিন পর্যন্ত তাহার নামায কবুল করেন না। আবার যদি সে তওবা করে, আল্লাহ্ তাহার তওবা কবুল করেন। যদি সে আবারও (তৃতীয়বার) মদ্যপান করে, আল্লাহ্ চল্লিশ দিন নাগাদ তাহার নামায কবুল করেন না। পুনরায় যদি সে তওবা করে, আল্লাহ্ তাহার তওবা কবুল করেন। যদি সে চতুর্থবারও মদ্যপানের পুনরাবৃত্তি করে, তাহা হইলে আল্লাহ্ তাহার চল্লিশ দিনের নামায কবুল করেন না। এবারও যদি সে তওবা করে, তবে আল্লাহ্ তাহার তওবা কবুল করিবেন না এবং আল্লাহ্ তাহাকে 'নহরে খাবাল' হইতে অর্থাৎ, জাহান্নামীদের রক্ত ও পুঁজের নহর হইতে পান করাইবেন। —তিরমিযী।
الْفَصْل الثَّانِي
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم«مَنْ شَرِبَ الْخَمْرَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةَ أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ. فَإِن عَاد لم يقبل الله لَهُ صَلَاة أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِن عَاد لم يقبل الله لَهُ صَلَاة أَرْبَعِينَ صَبَاحًا فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاة أَرْبَعِينَ صباحا فَإِن تَابَ لم يَتُبِ اللَّهُ عَلَيْهِ وَسَقَاهُ مِنْ نَهْرِ الْخَبَالِ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

'চল্লিশ দিনের নামায কবুল হয় না'—মানে সওয়াব পাইবে না, তবে নামায পড়ার দায়িত্ব হইতে মুক্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে। আর চতুর্থবারের পর তাহার তওবা কবুল হয় না অর্থ, সে সদা অভ্যাসের কারণে মদের প্রতি এমনই আসক্ত হইয়া পড়ে যে, তওবা করা তাহার নসীব হয় না এবং উহা পান করা অবস্থায়ই তাহার মৃত্যু ঘটে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৬৪৩ | মুসলিম বাংলা