মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৪৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪৪। আর নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী এই হাদীসটি হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে রেওয়ায়ত করিয়াছেন।
كتاب الحدود
وَرَوَاهُ النَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ عَنْ عَبْدِ الله بن عَمْرو