মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৪০
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৪০। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহ্ আলাইহি ওয়াসাল্লাম শুকনা এবং কাঁচা খেজুরকে একত্র করিয়া, শুকনা আঙ্গুর এবং শুকনা খেজুরকে মিশ্রিত করিয়া এবং কাঁচা ও তাজা খেজুরকে একত্র করিয়া নাবীয (শরবত) প্রস্তুত করিতে নিষেধ করিয়াছেন। অতঃপর বলিয়াছেন ঃ প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজাইয়া শরবত প্রস্তুত কর। মুসলিম
كتاب الحدود
وَعَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ خَلِيطِ التَّمْرِ وَالْبُسْرِ وَعَنْ خَلِيطِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَعَنْ خَلِيطِ الزَّهْوِ وَالرُّطَبِ. وَقَالَ: «انْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَةٍ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

আরবের লোকেরা খেজুর, কিশমিশ প্রভৃতি পানিতে ভিজাইয়া শরবত বানাইত এবং উহা পানীয় হিসাবে ব্যবহার করিত। তাহাদের পরিভাষায় উহার নাম 'নাবীয।' আবার নির্দিষ্ট সময়ের অধিক কাল পানিতে ভিজান থাকিলে উহাতে মাদকতা সৃষ্টি হয়। আবার দুই বিপরীত জাতীয় জিনিসকে একত্রে মিশ্রিত করিয়া ভিজাইলে তাহাতে অতি অল্প সময়ের মধ্যে মাদকতা সৃষ্টি হইয়া যায়। তাই এইভাবে একত্র না করিয়া প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে ভিজাইতে পরামর্শ দান করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান