মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৩৯
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৩৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, একদা এক ব্যক্তি ইয়ামান দেশ হইতে (মদীনায় আগমন করিল এবং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐ মদের বিধান জিজ্ঞাসা করিল, যাহা তাহাদের দেশে পান করা হয়। এই মদটি জোয়ার হইতে প্রস্তুত করা হয়। তাহারা উহাকে 'মিযর' বলে। ইহার উত্তরে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, উহার দ্বারা কি নেশা সৃষ্টি হয়? সে বলিল, হা। তখন হুযুর (ছাঃ) বলিলেন: নেশা সৃষ্টি করে এমন প্রত্যেক জিনিসই হারাম। আর আল্লাহর প্রতিজ্ঞা হইল এই যে, যে লোক নেশা সৃষ্টিকারী জিনিস পান করিবে, তিনি তাহাকে 'তীনাতুল খাবাল' পান করাইবেন। উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করিল, হে আল্লাহর রাসূল! 'তীনাতুল খাবাল' জিনিসটা কি? তিনি বলিলেন, উহা জাহান্নামীদের গায়ের ঘাম, অথবা তিনি বলিয়াছেন, দোযখীদের রক্ত ও পুঁজ। মুসলিম
وَعَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا قَدِمَ مِنَ الْيَمَنِ فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أوَ مُسْكِرٌ هُوَ؟» قَالَ: نَعَمْ قَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ إِنَّ عَلَى اللَّهِ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ: «عَرَقُ أَهْلِ النَّارِ أَوْ عُصَارَةُ أَهْلِ النَّارِ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান