মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৩৫
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৩৫। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা হযরত ওমর (রাঃ) (মসজিদে নববীতে) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপর (দাড়াইয়া) খুত্বা (ভাষণ) দিতে গিয়া বলিলেন—অবশ্যই মদ হারাম ঘোষণা করিয়া (আয়াত) নাযিল হইয়াছে। আর উহা সাধারণতঃ পাঁচ প্রকারের জিনিস দ্বারা প্রস্তুত হয় আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু। (মোটকথা ) মদ উহাই যাহা বুদ্ধিকে লোপ করিয়া দেয়। -বুখারী
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: خطَبَ عمرُ رَضِي الله عَنهُ عَلَى مِنْبَرَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّهُ قَدْ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهِيَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ: الْعِنَبِ وَالتَّمْرِ وَالْحِنْطَةِ والشعيرِ والعسلِ وَالْخمر مَا خامر الْعقل . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহা দ্বারা প্রকাশ পায় যে, কেবলমাত্র এই পাঁচটি জিনিস হইতেই মদ প্রস্তুত হয় না; বরং যাহা নেশা সৃষ্টি করে তাহাই মদ বলিয়া পরিগণিত হইবে। সেই নেশা জাতীয় জিনিস এই পাঁচটি জিনিসেও প্রস্তুত হয়। বস্তুতঃ তৎকালীন আরবে সাধারণতঃ এই জিনিসগুলি দ্বারাই মদ তৈয়ার করা হইত। এই সাথে আরও অনেক জিনিসেও মদ তৈয়ার হইত। ইসলামে সর্বপ্রকার নেশা জাতীয় জিনিসই হারাম, উহা মদ, তাড়ি, আফিম, ভাঙ বা সিদ্ধি যাহাই হউক না কেন ?
tahqiqতাহকীক:তাহকীক চলমান