মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৩৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৩৬। হযরত আনাস (রাঃ) বলেন, মদ যে মুহূর্তে হারাম করা হয়, তখন আমাদের মধ্যে আঙ্গুরের তৈয়ারী মদ খুব কমই প্রচলিত ছিল, সাধারণতঃ কাঁচা ও পাকা খেজুর হইতেই আমাদের মদ প্রস্তুত হইত। বুখারী
كتاب الحدود
وَعَنْ أَنَسٍ قَالَ: لَقَدْ حُرِّمَتِ الْخَمْرُ حِينَ حُرِّمَتْ وَمَا نَجِدُ خَمْرَ الْأَعْنَابِ إِلَّا قَلِيلًا وَعَامة خمرنا الْبُسْر وَالتَّمْر. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান