মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬৩৪
৬. প্রথম অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৩৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই দুই প্রকারের গাছ হইতেই মদ্য প্রস্তুত হয়— খেজুর ও আঙ্গুর। —মুসলিম
بَابُ بَيَانِ الْخَمْرِ وَوَعِيْدِ شَارِبِهَا: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْخَمْرُ مِنْ هَاتَيْنِ الشَّجرتينِ: النخلةِ والعِنَبَةِ . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের মুখ্য অর্থ ইহা নহে যে, কেবলমাত্র এই দুই জিনিস দ্বারাই মদ্য তৈয়ার হয়; বরং হাদীসের মানে হইল যেই সমস্ত জিনিস হইতে মদ প্রস্তুত হইয়া থাকে, খেজুর ও আঙ্গুর তাহাদের মধ্যে অন্যতম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান