মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৩৫
- কিসাসের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৩৫। হযরত আলী (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: অচিরেই শেষ যুগে এমন কিছু সংখ্যক নির্বোধ যুবকের আবির্ভাব হইবে, যাহারা লোক সমাজে সবার চাইতে উত্তম কথা বলিবে। কিন্তু ঈমান তাহাদের গলদেশের অভ্যন্তরে প্রবেশ করিবে না। (অর্থাৎ, তাহাদের কোন ঈমান থাকিবে না) এবং তাহারা দ্বীন ত্যাগ করিয়া এমনভাবে বাহির হইয়া যাইবে যেমন, তীর শিকার ভেদ করিয়া বাহির হইয়া যায়। সুতরাং তোমরা ইহাদিগকে যেইখানেই পাইবে হত্যা করিবে। কেননা, যাহারাই ইহাদিগকে হত্যা করিবে, কিয়ামতের দিন উহারা পুরষ্কৃত হইবে। মোত্তাঃ
كتاب القصاص
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَيَخْرُجُ قَوْمٌ فِي آخِرِ الزَّمَانِ حُدَّاثُ الْأَسْنَانِ سُفَهَاءُ الْأَحْلَامِ يَقُولُونَ مِنْ خَيْرِ قَوْلِ الْبَرِيَّةِ لَا يُجَاوِزُ إِيمَانُهُمْ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ فَأَيْنَمَا لَقِيتُمُوهُمْ فَاقْتُلُوهُمْ فَإِنَّ فِي قَتْلِهِمْ أَجْرًا لمن قَتلهمْ يَوْم الْقِيَامَة»

হাদীসের ব্যাখ্যা:

কাহারও মতে خير البرية অর্থ হুযূর (ﷺ), আর خير قول البرية -এর অর্থ কোরআন অর্থাৎ, তাহারা একমাত্র কোরআন অনুসরণের দাবীদার হইবে। 'ঈমান তাহাদের গলদেশের নীচে প্রবেশ করিবে না' অর্থ হইল, আমল ও এ'তেকাদ উভয় দিক হইতে তাহারা ঈমান ও ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকিবে। অনেকের মতে এই হাদীসে খারেজী ও রাফেযী (শিয়া) সম্প্রদায়ের দিকে ইংগিত রহিয়াছে। ইসলামের নামে ইহারা চরমপন্থী দল, তাহাদের আকীদা-বিশ্বাস বিভ্রান্তিকর। তাহারা অসংখ্য মুসলমানের রক্তপাত করিয়াছে। তাহারা নিজেদেরকে ছাড়া অন্য কাহাকেও মুসলমান মনে করে না। কিয়ামত পর্যন্ত তাহাদের এই দল এই একই আকীদায় বহাল থাকিবে। ইসলামের মধ্যে তাহারাই বিশৃঙ্খলা ও ফাসাদ সৃষ্টিকারী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান