মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৩৬
- কিসাসের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৩৬। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমার উম্মতের মধ্যে দুই দলের সৃষ্টি হইবে এবং তাহাদের মধ্য হইতে আর একটি দল বাহির হইয়া আসিবে, যাহাদিগকে প্রথমোক্ত দুইটি দলের মধ্যে যে দল সত্যের অধিক নিকটবর্তী হইবে, সেই দল হত্যা করিবে। -মুসলিম
كتاب القصاص
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَكُونُ أُمَّتِي فِرْقَتَيْنِ فَيَخْرُجُ مِنْ بَيْنِهِمَا مَارِقَةٌ يَلِي قَتْلَهُمْ أولاهم بِالْحَقِّ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ওলামাদের মতে প্রথম দুই দলের দ্বারা হযরত আলী (রাঃ) এবং হযরত মুআবিয়া (রাঃ)-এর দলের দিকে ইঙ্গিত করা হইয়াছে। আর বহিরাগত দল হইল খারেজী জামাআত এবং ইহাদিগকে হযরত আলী (রাঃ) হত্যা করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান