মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৩৪
- কিসাসের অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৩৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ ছাড়া অন্য কেহ আগুন দ্বারা শাস্তি দিতে পারে না। -বুখারী
كتاب القصاص
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «إِن النَّارَ لَا يُعَذِّبُ بِهَا إِلَّا اللَّهُ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আগুন দ্বারা শাস্তি দেওয়াটা আল্লাহর বৈশিষ্ট্য। অতএব, অন্যের জন্য এই ধরনের শাস্তি দেওয়া জায়েয নাই। অনেককেই দেখা যায়, পিঁপড়া, উকূন ইত্যাদিকে আগুনে পোড়াইয়া ফেলে, অথচ উহা নিষিদ্ধ। কেননা, একমাত্র আল্লাহ্ তা'আলা আগুন দ্বারা শাস্তি দিবেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান