মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫২৬
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৬। হযরত আবু যর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অনুমতি লওয়ার পূর্বে যেই ব্যক্তি ঘরের পর্দা সরাইয়া ভিতরের (অন্দরের) দিকে দৃষ্টি নিক্ষেপ করিল এবং ঘরওয়ালার স্ত্রীকে দেখিয়া ফেলিল, সেই ব্যক্তি নিজের উপর শরীঅতের শাস্তি ওয়াজিব করিয়া ফেলিয়াছে। কেননা, এইভাবে আসা এবং অন্দরের দিকে তাকান তাহার জন্য জায়েয নাই; আর সে যখন ঘরের ভিতরের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়াছে, যদি তখন ঘরের কোন পুরুষ ঐ লোকটির সামনে আসিয়া উপস্থিত হয় এবং কোন জিনিসের দ্বারা লোকটির চক্ষু কুঁড়িয়া দেয়, তাহা হইলে আমি আহতকারীকে কোন প্রকার ভৎসনা ও তিরস্কার করিব না। (কেননা, সে উচিত কাজই করিয়াছে।) আর যদি কেহ এমন ঘরের সম্মুখ দিয়া যায়, যেই ঘরের দরজার উপর কোন পর্দা বা আড়াল নাই এবং দরজাও খোলামেলা উন্মুক্ত, তখন সেই দিকে তাকাইলে কোন অপরাধ হইবে না। কেননা, এমতাবস্থায় অপরাধ গৃহবাসীদের। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَشَفَ سِتْرًا فَأَدْخَلَ بَصَرَهُ فِي الْبَيْتِ قَبْلَ أَنْ يُؤْذَنَ لَهُ فَرَأَى عَوْرَةَ أَهْلِهِ فَقَدْ أَتَى حَدًّا لَا يَحِلُّ لَهُ أَنْ يَأْتِيَهُ وَلَوْ أَنَّهُ حِينَ أَدْخَلَ بَصَرَهُ فَاسْتَقْبَلَهُ رَجُلٌ فَفَقَأَ عَيْنَهُ مَا عَيَّرْتُ عَلَيْهِ وَإِنْ مَرَّ الرَّجُلُ عَلَى بَابٍ لَا سِتْرَ لَهُ غَيْرِ مُغْلَقٍ فَنَظَرَ فَلَا خَطِيئَةَ عَلَيْهِ إِنَّمَا الْخَطِيئَةُ عَلَى أَهْلِ الْبَيْتِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান