মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫২৭
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) তলোয়ার খাপের বাহিরে উন্মুক্ত অবস্থায় একে অন্যকে দিতে নিষেধ করিয়াছেন। — তিরমিযী ও আবু দাউদ
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَعَاطَى السَّيْفُ مَسْلُولًا. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান