মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫২৪
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ দুই প্রকারের লোক জাহান্নামী। অবশ্য আমি তাহাদিগকে দেখিতে পাইব না। তাহাদের এক শ্রেণী এমন লোক হইবে, যাহাদের হাতের মধ্যে থাকিবে গরুর লেজের ন্যায় দোররা। উহার দ্বারা তাহারা মানুষদিগকে মারধর করিতে থাকিবে। আর দ্বিতীয় শ্রেণী হইবে এমন সব নারী, যাহারা কাপড় পরিধান করিয়াও উলংগ থাকে, অপরকে নিজের দিকে আকৃষ্ট করে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হয়। তাহাদের মাথার চুল হইবে বুখতি উটের হেলিয়া পড়া ককুদের ন্যায়। তাহারা কখনও বেহেশতে প্রবেশ করিতে পারিবে না। এমন কি বেহেশতের ঘ্রাণও পাইবে না। যদিও উহার ঘ্রাণ অনেক অনেক দূর হইতে পাওয়া যাইবে। —মুসলিম
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا: قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رؤوسهم كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا . رَوَاهُ مُسلم
