মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫২৩
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যদি তুমি দীর্ঘায়ু লাভ কর, তাহা হইলে অচিরেই তুমি এমন এক শ্রেণীর লোক দেখিতে পাইবে, গরুর লেজের মত তাহাদের হাতের মধ্যে থাকিবে চাবুক বা দোররা। তাহাদের ভোর হইবে আল্লাহর ক্রোধের মধ্যে আর বিকাল হইবে আল্লাহর অসন্তুষ্টির মধ্যে। অন্য রেওয়ায়তে আছে, তাহাদের বিকাল হইবে আল্লাহর লা'নতের মধ্যে। মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ إِنْ طَالَتْ بك مُدَّة أَن ترى أَقْوَامًا فِي أَيْدِيهِمْ مِثْلُ أَذْنَابِ الْبَقَرِ يَغْدُونَ فِي غَضَبِ اللَّهِ وَيَرُوحُونَ فِي سَخَطِ اللَّهِ» . وَفِي رِوَايَةٍ: «وَيَرُوحُونَ فِي لَعْنَةِ اللَّهِ» . رَوَاهُ مُسْلِمٌ
