মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫২২
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২২। হযরত হেশাম ইবনে ওরওয়া তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন যে, হেশাম ইবনে হাকীম একবার শাম দেশের অনারব গ্রাম্য চাষীদের নিকট দিয়া পথ অতিক্রম করিবার সময় দেখিলেন, রৌদ্রের মধ্যে কয়েকজন লোককে দাঁড় করাইয়া তাহাদের মাথার উপর গরম যয়তুনের তৈল ঢালা হইতেছে। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহাদের সাথে এই ব্যবহার কেন করা হইতেছে ? বলা হইল, ইহারা খেরাজ (সরকারী খাজনা) দিতে অস্বীকার করিয়াছে। তাই তাহাদেরকে এই শাস্তি দেওয়া হইতেছে। তখন হেশাম বলিলেন, আমি কসম করিয়া বলিতেছি যে, আমি নিশ্চয়ই শুনিয়াছি, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যাহারা মানুষদিগকে দুনিয়াতে কষ্ট দেয়, আল্লাহ্ তাআলা তাহাদিগকে আখেরাতে শাস্তি দিবেন। -মুসলিম
وَعَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ أَنَّ هشامَ بنَ حكيمٍ مَرَّ بِالشَّامِ عَلَى أُنَاسٍ مِنَ الْأَنْبَاطِ وَقَدْ أُقِيموا فِي الشَّمسِ وصُبَّ على رُؤوسِهِمُ الزَّيْتُ فَقَالَ: مَا هَذَا؟ قِيلَ: يُعَذَّبُونَ فِي الخَراجِ فَقَالَ هِشَامٌ: أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ يُعَذِّبُ الَّذِينَ يُعذبونَ النَّاسَ فِي الدُّنْيَا» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
انباط ইহুদী ও নাসারাদের এক দল লোক, তাহারা যেই স্থানে অবস্থান করিত, উহা ‘আনবাত' নামে প্রসিদ্ধ। তবে তাহারা ছিল গ্রাম্য চাষী। তৎকালীন সেই স্থানের [ফিলিস্তীনের] গভর্ণর ছিলেন হযরত ওমায়র ইবনে সা'দ (রাঃ)। আসলে অন্যায়ভাবে কাহাকেও শাস্তি দিলে তাহার জন্য এই ভীতি রহিয়াছে। অন্যথায় শরীঅতের ভিত্তিতে শাস্তি প্রয়োগ করা, যেমন—কেসাস, হুদুদ ও রজম ইত্যাদি, উহা এই হাদীসের আওতায় পড়িবে না। মূলতঃ এই জাতীয় শাস্তি শরীআতের বিধানের বহির্ভূত। কোন মানুষকে ধুকিয়া ধুকিয়া যাতনা দেওয়া জায়েয নাই। সুতরাং সরকারী খাজনা অনাদায়ের দরুন এরূপ শাস্তি দেওয়া যাইতে পারে না।
