মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫১৩
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল। যদি কোন লোক আসিয়া জোরপূর্বক আমার মাল ছিনাইয়া নিতে চায়, তখন আমি কি করিব? হুযুর (ছাঃ) বলিলেন, তুমি তাহাকে তোমার মাল দিও না (বাধা দাও)। লোকটি বলিল, যদি সে আমার উপর আক্রমণ করে। হুযূর (ছাঃ) বলিলেন, তুমিও তাহার উপর পাল্টা আক্রমণ করিবে। লোকটি বলিল, যদি সে আমাকে হত্যা করিয়া ফেলে। হুযুর (ছাঃ) বলিলেন, তখন তুমি হইবে শহীদ। লোকটি বলিল, যদি আমি তাহাকে হত্যা করিয়া ফেলি? হুযুর (ছাঃ) বলিলেন, সে হইবে জাহান্নামী। -মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ» . قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
মাল কম হউক কিংবা বেশী, অধিকাংশ ওলামার মতে বাধা প্রদান করিতে পারে এবং ছিনতাইকারীকে হত্যা করা জায়েয। যদি ছিনতাইকারী এমন কাজ করাকে হালাল মনে করে আর তাহাতে মারা যায়, তবে সে চির জাহান্নামী, অন্যথায় এই মহাপাপের জন্য সাময়িক শাস্তি ভোগ করিবে। আর কোন কোন ওলামার মতে মালের পরিমাণ সামান্য হইলে যেমন, পরিধানের অতিরিক্ত কাপড় এবং খাদ্যদ্রব্য ইত্যাদির বেলায় ছিনতাইকারীকে হত্যা করা জায়েয নহে।
