মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫১৪
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১৪। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি শুনিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। যদি কেহ তোমার অনুমতি ব্যতীত তোমার ঘরের দিকে উঁকি মারে আর তুমি তাহাকে কোন কংকর কিংবা ঢিলা নিক্ষেপ কর এবং ইহাতে তুমি তাহার চক্ষু কুঁড়িয়া দাও, তজ্জন্য তোমার উপর কোন অভিযোগ নাই। (কোন ক্ষতিপূরণ বর্তাইবে না।) — মোত্তাঃ
وَعَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أحدٌ ولمْ تَأذن لَهُ فخذفته بحصاة ففتأت عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ»
হাদীসের ব্যাখ্যা:
ইমাম শাফেয়ী (রঃ) বলেন, ক্ষতিপূরণ দিতে হইবে না; কিন্তু গুনাহ্গার হইবে। ইমাম আবু হানীফা (রঃ) বলেন, ক্ষতিপূরণ দিতে হইবে। হাদীসের মুখ্য উদ্দেশ্য হইল, এমন কাজ হইতে লোকদের কঠোরভাবে সতর্ক করা। সত্য সত্যই চক্ষু নষ্ট করিয়া দেওয়া উদ্দেশ্য নহে ।
