মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫১২
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি নিজের মাল-সম্পদ রক্ষা করিতে গিয়া নিহত হয় সে শহীদ। —মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شهيدٌ»
হাদীসের ব্যাখ্যা:
শহীদ তিন প্রকার। (ক) দুনিয়া ও আখেরাত উভয় স্থানে শহীদ হিসাবে গণ্য হইবে। যেমন, কোন ব্যক্তি দ্বীন রক্ষা বা দ্বীন প্রতিষ্ঠায় কাফেরের সহিত যুদ্ধে লিপ্ত হইয়া নিহত হইয়াছে। (খ) দুনিয়াতে লোকজন তাহাকে শহীদ বলিলেও আল্লাহর নিকট সে শহীদ নহে। যেমন, কোন ব্যক্তি লোক দেখান বীরত্ব প্রকাশ বা গনীমতের মাল-সম্পদ পাওয়ার লোভে জেহাদে অংশগ্রহণ করিয়া নিহত হইয়াছে। (গ) আখেরাতে বা আল্লাহর কাছে শহীদ তথা শহীদের সওয়াব লাভ করিবে; কিন্তু দুনিয়াতে তাহার উপর শহীদের বিশেষ হুকুম প্রযোজ্য হইবে না। যেমন, নিজের মাল-দৌলত হেফাযত করিতে যাইয়া মালুমরূপে নিহত হইল। অথবা মহামারীতে, আগুনে পুড়িয়া, পানিতে ডুবিয়া, ঘর চাপা পড়িয়া নিহত হইল, তাহাকেও শহীদ বলা হয়। হাদীসে বর্ণিত শহীদ এই তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত।
