মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫১১
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১১। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তবুকের যুদ্ধে শরীক ছিলাম। আমার এক চালক ছিল, সে অন্য আরেক লোকের সাথে বিবাদে জড়িত হইল। ফলে একজন অন্যজনের হাত কামড়াইয়া দিল। যাহার হাত কামড়াইতেছিল, সে নিজের হাতখানা জোরপূর্বক বাহির করিয়া আনিতে দংশকারীর সম্মুখস্থ দাত দুইটি পড়িয়া গেল। তাহারা উভয়ে তাহাদের মোকদ্দমা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করিল। কিন্তু হুযূর (ছাঃ) তাহার দাঁতের কোন দিয়ত বা রক্তমূল সাব্যস্ত করিলেন না; বরং তাহাকে ভৎসনা ও তিরস্কার করিয়া বলিলেন: তুমি কি ইহা কামনা কর যে, লোকটি তাহার নিজের হাতখানা তোমার মুখের ভিতরে রাখিয়া দিবে আর তুমি পুরুষ উষ্ট্রের মত কামড়াইতে থাকিবে? —মোস্তাঃ
وَعَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ قَالَ: غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَ الْعُسْرَةِ وَكَانَ لِي أَجِيرٌ فقاتلَ إِنساناً فعض أَحدهمَا الْآخَرِ فَانْتَزَعَ الْمَعْضُوضُ يَدَهُ مِنْ فِي الْعَاضِّ فَأَنْدَرَ ثَنِيَّتَهُ فَسَقَطَتْ فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهْدَرَ ثَنِيَّتَهُ وَقَالَ: «أَيَدَعُ يَدَهُ فِي فِيكَ تَقْضِمُهَا كَالْفَحْلِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫১১ | মুসলিম বাংলা