মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫১০
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: পশুর আঘাতের উপর কোন ক্ষতিপূরণ নাই। অর্থাৎ, ঐ সমস্ত লোকদের জন্য দিয়ত (রক্তমূল্য) নাই যাহারা কোন পশুর দ্বারা আহত কিংবা নিহত হইয়াছে। খনির মধ্যেও (মৃত্যুবরণ করিলে) ক্ষতিপুরণ নাই আর কূপের মধ্যে (পতিত হইয়া মৃত্যুবরণ করিলে)-ও ক্ষতিপূরণ নাই। —মোত্তাঃ
بَابُ مَا يُضْمَنُ مِنَ الْجِنَايَاتِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَجْمَاءُ جَرْحُهَا جُبَارٌ وَالْمَعْدِنُ جُبَارٌ وَالْبِئْرُ جُبَارٌ»
হাদীসের ব্যাখ্যা:
যে সমস্ত অপরাধে ক্ষতিপূরণ দিতে হয় না
جنايات শব্দটি বহুবচন; ইহার একবচন جناية অর্থঃ অর্জিত অপরাধ। মূলতঃ جني শব্দের আভিধানিক অর্থ হইল, “গাছ হইতে ফল পাড়িয়া লওয়া।” যেহেতু মানুষের অর্জিত কর্মও ফলপ্রসূ হইয়া থাকে, তাই উহাকে ‘জেনায়াত' বলা চলে, তবে পরিভাষায় শুধু এমন কাজকে 'জেনায়াত' বলা হয়, যাহা করা হারাম।
জানোয়ারের সঙ্গে যদি কোন চালক বা রাখাল না থাকে, তখন ঐ পশু কাহারও কোন ক্ষতি করিলে ইহাতে ক্ষতিপূরণ দিতে হইবে না। আর যদি চালক বা রাখাল সঙ্গে থাকে, তখন ক্ষতিপূরণ দিতে হইবে। যদি কোন ব্যক্তি খনি হইতে সোনাদানা বা গ্যাস, কয়লা ইত্যাদি উত্তোলন করার জন্য মজদুর লাগায়, এইখানে যদি কোন মজদুর মাটির চাপায় বা অন্য কোন দুর্ঘটনায় মরিয়া যায়, তাহাতেও ক্ষতিপূরণ দিতে হয় না। অনুরূপভাবে কূপ খননকালে যদি কোন লোক মারা যায় বা কোন ব্যক্তি তাহার নিজের জায়গায় বা কোন অনুমোদিত জায়গায় কূপ খনন করিয়াছে; পরে কোন লোক আসিয়া পতিত হয় এবং তাহাতে আহত বা নিহত হয়, ইহার জন্যও ক্ষতিপূরণ নাই।
جنايات শব্দটি বহুবচন; ইহার একবচন جناية অর্থঃ অর্জিত অপরাধ। মূলতঃ جني শব্দের আভিধানিক অর্থ হইল, “গাছ হইতে ফল পাড়িয়া লওয়া।” যেহেতু মানুষের অর্জিত কর্মও ফলপ্রসূ হইয়া থাকে, তাই উহাকে ‘জেনায়াত' বলা চলে, তবে পরিভাষায় শুধু এমন কাজকে 'জেনায়াত' বলা হয়, যাহা করা হারাম।
জানোয়ারের সঙ্গে যদি কোন চালক বা রাখাল না থাকে, তখন ঐ পশু কাহারও কোন ক্ষতি করিলে ইহাতে ক্ষতিপূরণ দিতে হইবে না। আর যদি চালক বা রাখাল সঙ্গে থাকে, তখন ক্ষতিপূরণ দিতে হইবে। যদি কোন ব্যক্তি খনি হইতে সোনাদানা বা গ্যাস, কয়লা ইত্যাদি উত্তোলন করার জন্য মজদুর লাগায়, এইখানে যদি কোন মজদুর মাটির চাপায় বা অন্য কোন দুর্ঘটনায় মরিয়া যায়, তাহাতেও ক্ষতিপূরণ দিতে হয় না। অনুরূপভাবে কূপ খননকালে যদি কোন লোক মারা যায় বা কোন ব্যক্তি তাহার নিজের জায়গায় বা কোন অনুমোদিত জায়গায় কূপ খনন করিয়াছে; পরে কোন লোক আসিয়া পতিত হয় এবং তাহাতে আহত বা নিহত হয়, ইহার জন্যও ক্ষতিপূরণ নাই।
