মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫০৯
১. তৃতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৯। আর আবু দাউদ উক্ত বর্ণনাকারী সায়ীদ ইবনে মুসাইয়াব হইতে, তিনি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে মুত্তাসিল হিসাবে রেওয়ায়ত করিয়াছেন।
وَرَوَاهُ أَبُو دَاوُدَ عَنْهُ عَنْ أَبِي هُرَيْرَةَ مُتَّصِلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান