মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫০৮
১. তৃতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৮। হযরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রাঃ) হইতে বর্ণিত, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) এমন একটি গর্ভস্থিত ভ্রূণ, যাহা তাহার মায়ের পেটের মধ্যে থাকাবস্থায় হত্যা করা হইয়াছে, তাহার দিয়তস্বরূপ একটি দাস কিংবা দাসী দেওয়ার জন্য হুকুম করিলেন। তখন প্রতিপক্ষ ব্যক্তি (হামল ইবনে মালেক ইবনে নাবেগা ছন্দাকারে) বলিয়া উঠিল, আমি কি কারণে এমন একটি বস্তুর দিয়ত (জরিমানা) আদায় করিব? যে পান করে নাই, কিছু খায়ও নাই, কথাও বলে নাই এবং কাঁদেও নাই (শব্দও করে নাই), এই জাতীয় অপরাধ দণ্ডযোগ্য নহে। (তাহার ছন্দাকারের আবৃত্তি শুনিয়া) রাসূলুল্লাহ্ (ﷺ) (ভৎসনা ও প্রতিবাদের স্বরে) বলিলেনঃ এই লোকটি তো গণক গোষ্ঠীর ভাই। — মালেক ও নাসায়ী হাদীসটি মোরসাল পর্যায়ে বর্ণনা করিয়াছেন।
وَعَن سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي الْجَنِينِ يُقْتَلُ فِي بَطْنِ أُمِّهِ بِغُرَّةِ عَبْدٍ أَوْ وَلِيدَةٍ. فَقَالَ الَّذِي قُضِيَ عليهِ: كيفَ أَغْرَمُ مَنْ لَا شَرِبَ وَلَا أَكَلَ وَلَا نَطَقَ وَلَا اسْتَهَلَّ وَمِثْلُ ذَلِكَ يُطَلُّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذَا مِنْ إِخْوَانِ الْكُهَّانِ» . رَوَاهُ مالكٌ وَالنَّسَائِيّ مُرْسلا

হাদীসের ব্যাখ্যা:

ছন্দাকারে কথা বলাটা মূলতঃ কোন দোষের ব্যাপার ছিল না। কিন্তু ঐ লোকটি শারে' আলাইহিসসালামের নির্দেশকে উপেক্ষা করিয়া ছন্দাকারে গণকদের ন্যায় তেলেসমাতি দেখাইয়া একটি বাতিল প্রভাব বিস্তার করিবার অহেতুক চেষ্টা করিয়াছিল। তাই হুযূর (ﷺ) তাহাকে গণকদের দলভুক্ত বলিয়া মন্তব্য করত কঠোর ভাষায় তাহার উক্তি রদ করিয়াছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫০৮ | মুসলিম বাংলা