মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০৭
১. তৃতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৭। মুজাহিদ (রঃ) বলেন, হযরত ওমর (রাঃ) 'শিবহে আমদ' হত্যার দিয়তের মধ্যে ত্রিশটি তিন তিন বৎসরের আর ত্রিশটি চারি চারি বৎসরের; আর চল্লিশটি গর্ভবতী, যাহাদের বয়স পাঁচ বৎসরের উর্ধ্ব হইতে নবম বৎসরের মধ্যে রহিয়াছে, এমন সব উট আদায় করিতে রায় প্রদান করিয়াছেন। – আবু দাউদ
وَعَن مُجاهدٍ قَالَ: قَضَى عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي شِبْهِ الْعَمْدِ ثَلَاثِينَ حِقَّةً وَثَلَاثِينَ جَذَعَةً وَأَرْبَعِينَ خَلِفَةً مَا بَيْنَ ثَنِيَّةٍ إِلَى بَازِلِ عَامِهَا. رَوَاهُ أَبُو دَاوُد
