মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০৬
১. তৃতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৬। হযরত আলী (রাঃ) বলেন, 'শিবহে আমদ'-এর দিয়ত তিন প্রকারের উট দ্বারা পরিশোধ করিতে হইবে। তেত্রিশটি 'হিক্কা' (অর্থাৎ, যেই উটের বয়স চতুর্থ বৎসরে পড়িয়াছে), তেত্রিশটি 'জাযআ' (অর্থাৎ, যেই উটের বয়স পঞ্চম বৎসরে পড়িয়াছে), চৌত্রিশটি 'সানিয়্যা' হইতে “বাযিল” বয়স পর্যন্ত (অর্থাৎ, ষষ্ঠ বৎসর হইতে নবম বৎসর পর্যন্ত বয়সের উট), তবে এই সমস্ত উট গর্ভবতী হইতে হইবে। অন্য আরেক রেওয়ায়তে আছে, 'ভুলবশতঃ হত্যার' দিয়ত চারি প্রকারের উট দ্বারা পরিশোধ করিতে হইবে। পঁচিশটি পূর্ণ তিন তিন বৎসরের, পঁচিশটি পূর্ণ চার চারি বৎসরের, পঁচিশটি দুই দুই বৎসরের এবং পঁচিশটি এক এক বৎসরের উটনী হইতে হইবে। —আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ: دِيَةُ شِبْهِ الْعَمْدِ أَثْلَاثًا ثَلَاثٌ وَثَلَاثُونَ حِقَّةً وَثَلَاثٌ وَثَلَاثُونَ جَذَعَةً وَأَرْبَعٌ وَثَلَاثُونَ ثَنِيَّةً إِلَى بَازِلِ عَامِهَا كُلُّهَا خَلِفَاتٌ وَفِي رِوَايَةٍ: قَالَ: فِي الْخَطَأ أَربَاعًا: خَمْسَة وَعِشْرُونَ حِقَّةً وَخَمْسٌ وَعِشْرُونَ جَذَعَةً وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ لَبُونٍ وَخَمْسٌ وَعِشْرُونَ بَنَاتِ مَخَاضٍ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
ইমাম আবু হানীফা, আবু ইউসুফ ও ইমাম আহমদ (রঃ) এই হাদীসের উপরই আমল করিয়াছেন।
