মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫০৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৫। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) হইতে বর্ণিত, একদা গরীব সম্প্রদায়ের একটি বালক বিত্তবান সম্প্রদায়ের একটি বালকের কান কাটিয়া ফেলিল। পরে অপরাধী ছেলেটির অভিভাবকগণ নবী (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! আমরা দুস্থ গরীব লোক। তাহাদের কথা শুনিয়া হুযূর (ﷺ) তাহাদের উপর কোন কিছুই আরোপ করেন নাই। –আবু দাউদ ও নাসায়ী
وَعَن عِمْران بن حُصَينٍ: أَنَّ غُلَامًا لِأُنَاسٍ فُقَرَاءَ قَطَعَ أُذُنَ غُلَامٍ لِأُنَاسٍ أَغْنِيَاءَ فَأَتَى أَهْلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّا أُنَاسٌ فُقَرَاءُ فَلَمْ يَجْعَلْ عَلَيْهِمْ شَيْئًا. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ

হাদীসের ব্যাখ্যা:

নিঃস্ব গরীব লোকের উপর দিয়ত ওয়াজিব হয় না। বায়তুল মাল হইতে দিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫০৫ | মুসলিম বাংলা