মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৪। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি কেহ কোন রোগীর চিকিৎসা করে, অথচ তাহার চিকিৎসা-জ্ঞান সুপরিচিত নহে, তবে সে দায়ী হইবে। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «من تطيب وَلَمْ يُعْلَمْ مِنْهُ طِبٌّ فَهُوَ ضَامِنٌ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
যদি রোগী মরিয়া যায়, তবে কেসাস লওয়া যাইবে না। কেননা, সে রোগীর অনুমতি লইয়াই চিকিৎসা করিয়াছে। অবশ্য দিয়ত আদায় করিতে হইবে, যাহা অধিকাংশ ওলামাদের মতে তাহার অভিভাবকদের বহন করিতে হইবে।
