মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০৩
-  কিসাসের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৩। মুহাম্মাদ ইবনে আমর হইতে বর্ণিত, তিনি আবু সালামা হইতে, তিনি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেন, গর্ভস্থিত ভ্রূণ নষ্ট করার বিনিময় রাসূলুল্লাহ (ﷺ) একটি “গোররা” ধার্য করিয়াছেন। তাহা হইল, একটি ক্রীতদাস বা দাসী অথবা একটি ঘোড়া বা একটি খচ্চর। –আবু দাউদ
আবু দাউদ আরও বলেন, এই হাদীসটি হাম্মাদ ইবনে সালামা ও খালেদ ওয়াসেতী মুহাম্মাদ ইবনে আমর হইতে বর্ণনা করিয়াছেন। কিন্তু সেইখানে 'ঘোড়া ও খচ্চরের' কথা উল্লেখ নাই। (শরহে সুন্নাহ্ কিতাবে উল্লেখ আছে যে, 'ঘোড়া ও খচ্চর' এই শব্দ দুইটি উর্ধ্বতন বর্ণনাকারী ঈসা ইবনে ইউনুস কর্তৃক ভ্রম হইয়াছে।)
আবু দাউদ আরও বলেন, এই হাদীসটি হাম্মাদ ইবনে সালামা ও খালেদ ওয়াসেতী মুহাম্মাদ ইবনে আমর হইতে বর্ণনা করিয়াছেন। কিন্তু সেইখানে 'ঘোড়া ও খচ্চরের' কথা উল্লেখ নাই। (শরহে সুন্নাহ্ কিতাবে উল্লেখ আছে যে, 'ঘোড়া ও খচ্চর' এই শব্দ দুইটি উর্ধ্বতন বর্ণনাকারী ঈসা ইবনে ইউনুস কর্তৃক ভ্রম হইয়াছে।)
كتاب القصاص
وَعَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الجَنينِ بغُرَّةٍ: عَبْدٍ أَوْ أَمَةٍ أَوْ فَرَسٍ أَوْ بَغْلٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ  وَقَالَ: رَوَى هَذَا الْحَدِيثَ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَخَالِدٌ الْوَاسِطِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو وَلَمْ يَذْكُرْ: أَوْ فَرَسٍ أَوْ بغل