মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০২
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০২। হযরত আমর ইবনে শোআয়র তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, কোন ব্যক্তিকে এমন মারধর করা হইয়াছে যাহার দরুন তাহার চক্ষুর জ্যোতি নষ্ট হইয়া গিয়াছে; কিন্তু চক্ষু যথাস্থানে বহাল আছে, এই অপরাধের জন্য রাসূলুল্লাহ্ (ﷺ) পূর্ণ দিয়তের এক তৃতীয়াংশ ধার্য করিয়াছেন । —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَيْنِ الْقَائِمَةِ السَّادَّةِ لِمَكَانِهَا بِثُلْثِ الدِّيَةِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
