মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫০১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০১। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ শিবহে আমদ-এর দিয়তও কাতলে আমদ-এর দিয়তের ন্যায় কঠোর প্রকৃতির হইবে। তবে তাহাকে কেসাসস্বরূপ হত্যা করা যাইবে না। –আবু দাউদ
وَعَنْهُ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عَقْلُ شِبْهِ الْعَمْدِ مُغَلَّظٌ مِثْلُ عَقْلِ الْعَمْدِ وَلَا يُقْتَلُ صاحبُه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
شبه عمد দিয়তের কঠোরতার ব্যাপারে عمد -এর ন্যায় হইলেও কেসাস-এর ব্যাপারে পার্থক্য রহিয়াছে এবং ★★ (কঠোর) দিয়তের ব্যাখ্যা ফেকাহর কিতাবে রহিয়াছে।
