মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫০০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০০। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) “কাতলে খাতার” (ভুলবশতঃ হত্যার) দিয়ত বস্তিবাসীর উপর ধার্য করিয়াছেন চারি শত দীনার (স্বর্ণমুদ্রা) অথবা উহার সমপরিমাণ মূল্যের রৌপ্য মুদ্রা। বস্তুতঃ এই দিয়ত উটের দামের সাথে সামঞ্জস্য রাখিয়াই নির্ধারণ করিয়াছিলেন। সুতরাং যখনই উটের মূল্য চড়িয়া যাইত, তখন দিয়তের মুদ্রার পরিমাণ বর্ধিত হইত। আর যখন উটের মূল্য কমিয়া যাইত, তখন দিয়তের মুদ্রার পরিমাণ হ্রাস পাইত । অতএব, রাসূলুল্লাহ (ﷺ)-এর যমানায় দিয়তের মূল্য চারি শত দীনার হইতে আট শত দীনার পর্যন্ত উঠানামা করিত। আর আট শত স্বর্ণ মুদ্রার সমপরিমাণ রৌপ্য মুদ্রা ছিল আট হাজার দেরহাম। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গাভীর মালিকদের উপর দুই শত গাভী, ছাগল মালিকদের উপর দুই হাজার বকরী দিয়তস্বরূপ ধার্য করিয়াছেন। রাসুলুল্লাহ্ (ﷺ) আরও বলিয়াছেনঃ দিয়ত নিহত ব্যক্তির মীরাস। সুতরাং তাহার ওয়ারিসগণ হিস্যা অনুপাতে উহার মালিক হইবে এবং হুযূর (ﷺ) নির্দেশ দিয়াছেন যে, মহিলার দেয় দিয়ত তাহার আসাবাগণ হিস্যা অনুপাতে বহন করিবে। আর হত্যাকারী কিছুতেই নিহত ব্যক্তির সম্পদের ওয়ারিস হইবে না। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَوِّمُ دِيَةَ الْخَطَأِ عَلَى أَهْلِ الْقُرَى أَرْبَعَمِائَةِ دِينَارٍ أَوْ عِدْلَهَا مِنَ الْوَرِقِ وَيُقَوِّمُهَا عَلَى أَثْمَانِ الْإِبِلِ فَإِذَا غَلَتْ رَفَعَ فِي قيمتِها وإِذا هاجَتْ رُخصٌ نَقَصَ مِنْ قِيمَتِهَا وَبَلَغَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ أَرْبَعِمِائَةِ دِينَارٍ إِلَى ثَمَانِمِائَةِ دِينَارٍ وَعِدْلُهَا مِنَ الْوَرِقِ ثَمَانِيَةُ آلَافِ دِرْهَمٍ قَالَ: وَقَضَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَهْلِ الْبَقَرِ مِائَتَيْ بَقَرَةٍ وَعَلَى أَهْلِ الشَّاءِ أَلْفَيْ شَاةٍ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْعَقْلَ مِيرَاثٌ بَيْنَ وَرَثَةِ الْقَتِيلِ» وَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ عَقْلَ الْمَرْأَةِ بَيْنَ عَصَبَتِهَا وَلَا يَرِثُ القاتلُ شَيْئا. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫০০ | মুসলিম বাংলা