মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৯৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৯৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) নবী (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি দিয়তের পরিমাণ বার হাজার (দেরহাম) নির্ধারণ করিয়াছেন। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ جَعَلَ الدِّيَةَ اثْنَيْ عَشَرَ أَلْفًا. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

‘দশ হাজার' ও 'বার হাজার', উভয় সংখ্যার মধ্যে কোন বিরোধ নাই। কেননা, মুদ্রা ছোট ও বড় উভয় রকমের প্রচলিত ছিল। সুতরাং ছয় মাশার এক দেরহাম হইলে হইবে বার হাজার। আর সাত মাশার দেরহামে হইবে দশ হাজার।
tahqiqতাহকীক:তাহকীক চলমান