মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫০৪
- কিসাসের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৫০৪। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি কেহ কোন রোগীর চিকিৎসা করে, অথচ তাহার চিকিৎসা-জ্ঞান সুপরিচিত নহে, তবে সে দায়ী হইবে। —আবু দাউদ ও নাসায়ী
كتاب القصاص
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «من تطيب وَلَمْ يُعْلَمْ مِنْهُ طِبٌّ فَهُوَ ضَامِنٌ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

যদি রোগী মরিয়া যায়, তবে কেসাস লওয়া যাইবে না। কেননা, সে রোগীর অনুমতি লইয়াই চিকিৎসা করিয়াছে। অবশ্য দিয়ত আদায় করিতে হইবে, যাহা অধিকাংশ ওলামাদের মতে তাহার অভিভাবকদের বহন করিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৫০৪ | মুসলিম বাংলা