মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৯১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - দিয়াত (রক্তপণ)
৩৪৯১। এবং আবু দাউদ এই হাদীসটি আব্দুল্লাহ্ ইবনে আমর এবং ইবনে ওমর হইতে বর্ণনা করিয়াছেন। আর শরহে সুন্নাহর মধ্যে মাসাবীহ্-এর ভাষ্যে ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত হইয়াছে।
وَرَوَاهُ أَبُو دَاوُد عَنهُ وَابْن مَاجَه وَعَن ابْن عمر. وَفِي «شَرْحِ السُّنَّةِ» لَفْظُ «الْمَصَابِيحِ» عَنِ ابْنِ عمر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৯১ | মুসলিম বাংলা