মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৮৫
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৫। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ কেহ কাহাকেও যদি ধরিয়া রাখে এবং আরেক (তৃতীয়) ব্যক্তি সেই ধৃত লোকটিকে হত্যা করে, তবে শাস্তিস্বরূপ হত্যাকারীকে হত্যা করা হইবে এবং যেই লোকটি ধরিয়া রাখিয়াছিল তাহাকে কয়েদের শাস্তি দেওয়া হইবে। —দারা কুতনী
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَمْسَكَ الرَّجُلُ الرَّجُلَ وَقَتَلَهُ الْآخَرُ يُقْتَلُ الَّذِي قتَل ويُحبسُ الَّذِي أمْسَكَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ

হাদীসের ব্যাখ্যা:

যে ধরিয়া রাখিয়াছিল তাহাকে কত দিন কয়েদের শাস্তি দিতে হইবে তাহা কাযী বা বিচারকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এই ধরনের শাস্তি ‘হদ' নহে; বরং শরীআতের পরিভাষায় ইহাকে ‘তা'যীর' বলা হয়, যাহার প্রয়োগ ব্যবস্থা বিচারকের বিবেচনাধীন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪৮৫ | মুসলিম বাংলা