মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৮৪
তৃতীয় অনুচ্ছেদ
৩৪৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি সামান্য কথার দ্বারাও কোন মু'মিনের হত্যার ব্যাপারে সহায়তা করিল, সে আল্লাহ্ তা'আলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যে, তাহার কপালের মধ্যে লিখা থাকিবে, أئس من رحمة الله অর্থঃ “আল্লাহর রহমত হইতে নিরাশ। ” —ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَعَانَ عَلَى قَتْلِ مُؤْمِنٍ شَطْرَ كَلِمَةٍ لَقِيَ اللَّهَ مَكْتُوبٌ بينَ عينيهِ آيسٌ من رَحْمَة الله» . رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
“সামান্য কথার দ্বারা সহায়তা করা।” এই বাক্যের অর্থ দুই প্রকারের হইতে পারে। যেমন, (এক) মু'মিনকে হত্যা করার জন্য ইংগিত করা অথবা তাহার উপরে হত্যাকারীর নির্ভর করা কিংবা হত্যাকারীর কর্মকাণ্ড হইতে সে সম্পূর্ণ ওয়াকিফহাল আছে; কিন্তু তবুও সে বাধা প্রদান করে না ইত্যাদি। (দুই) اقتل এই শব্দটি পূর্ণভাবে না বলিয়া শুধু اق উচ্চারণ করিয়া اقتل (হত্যা কর)-এর প্রতি ইঙ্গিত করিয়াছে।
